সুয়েজ খালেঃ হাঙ্গর শিকার প্রবন্ধ থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা
১. হাঙ্গর শিকার প্রবন্ধটি লিখেছেন –
উঃ- স্বামী বিবেকানন্দ
২. রেড সী বলতে বোঝায় –
উঃ- লোহিত সাগর
৩. যে খালে জাহাজ দাঁড়িয়েছিল সেটি হল –
উঃ- সুয়েজ খাল
৪. মিশরে সে শোমোয় যে ড়োগে মহামারী হয়েছিল তার নাম-
উঃ- প্লেগ
৫. সুয়েজে থেকে যে মহাদেশের আরম্ভ সেটিই-
উঃ- ইউরোপ
৬. সুয়েজে যারা মাল নামানোর কাজ করেছিল তারা-
উঃ- জাহাজের খালাসী
৭. প্লেগ রোগটি সংক্রামিত হয়-
উঃ- ইঁদুর থেকে
৮. সুয়েজের পরে জাহাজের গন্তব্য-
উঃ- নেপলস ও মার্সাই
৯. সুয়েজের জলে সবচেয়ে বেশি দেখা যায়-
উঃ- হাঙ্গর
১০. কারাঢীন শব্দের অর্থ-
উঃ- রোগ সংক্রমণের ভয়ে মেশা নিষিদ্ধ
১১. ইলিশ মাছের মত যে মাছ জলে ছিল তার নাম –
উঃ- বনিটো
১২. যে মাছগুলি হাঙ্গরের আগে আগে যাচ্ছে তাদের নাম-
উঃ- আড়কাঢী মাছ
১৩. যে মাছগুলি হাঙ্গরের গায়ে চিপসে আছে –
উঃ- চোষক
১৪. সে কুয়োর ঘটিতোলার ঠাকুরদাদা । সে বলতে –
উঃ- ভীষণ বঁড়শি।
১৫. হাঙ্গর দুটিকে স্বামীজি সম্বোধন করেছেন –
উঃ- বাঘা ও থ্যাবড়া
১৬. ফরাসী স্থপতির নাম-
উঃ- ফর্ডিনেন্ড লেসেন্স
১৭. পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে ইউরোপীয়রা দাবী করেন –
উঃ- ইউরোপীয়রা
১৮. ব্রিটিশরা ভারতীয়দের সম্বোধন করত –
উঃ- নেটিভ
১৯. নেটিভ বলতে বোঝায়-
উঃ- আদিম অধিবাসী
২০. খাল কোম্পানির তত্বাবধান করে-
উঃ- ফরাসী
কর্তার ভূত অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা
২১. রেড সী পার হয়ে সুয়েজ বন্দরে জাহাজটি পৌঁছেছিল-
উঃ- ১৪ ই জুলাই
২২. খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন –
উঃ- ইংরেজদের হাতে
২৩. জাহাজ যে সুয়েজ বন্দরে পৌঁছেছিল সেটি ছিল –
উঃ- কৃত্তিম বন্দর
২৪. সুয়েজ বন্দর ছাড়া হাঙ্গরের প্রাচুর্য আছে –
উঃ- সিডনি
২৫. প্লেগ সংক্রামক হবার পর শরীরে তার লক্ষন ফুটে ওঠে-
উঃ- দশদিনের মধ্যে
২৬. প্রাবন্ধিক হাঙ্গর ধরার বঁড়শি টিকে বলেছেন-
উঃ- জাহাজের নোঙর
২৭. জাহাজের পেছনে হাঙ্গর ভেসে বেড়াচ্ছে এসংবাদ স্বামীজি পেয়েছিলেন-
উঃ- সকালবেলা
২৮. যাত্রীরা ঘৃণার চোখে দেখছিল –
উঃ- আরব পুলিশকে
২৯. হাত সুতো দিয়ে ধরা হচ্ছিল-
উঃ- হাঙ্গর চোষক
৩০. স্বামীজি হাঙ্গরের দেখা পেয়েছিলেন –
উঃ- পঁয়তাল্লিশ মিনিট পরে
৩১. হাঙ্গরের মাথায় আঘাত করা হয়েছিল –
উঃ- কড়ি কাঠ দিয়ে
৩২. ভগীরথ গঙ্গা আনার সময় বাজিয়েছিলেন-
উঃ- শঙ্খ
৩৩. হাঙ্গর শিকার দেখতে সবচেয়ে উৎসাহী ছিল-
উঃ- দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা
৩৪. হাঙ্গরের চলাকে প্রাবন্ধিক বলেছেন-
উঃ- গদাইলস্করি চাল
৩৫. জাহাজ থেকে হাঙ্গর যেখানে ভেসে উঠেছিল তার দূরত্ব ছিল –
উঃ- প্রায় দুশ হাত
৩৬. সুয়েজ বন্দরের প্রায় তিনদিকে রয়েছে-
উঃ- বালির ঢিপি ও পাহাড়
৩৭. হাঙ্গরের শরীরের যে অংশে আরব পুলিশ দড়ি বেঁধেছিল –
উঃ- লেজের দিকে
৩৮. আরব মিঞা সম্বোধন করেছেন প্রাবন্ধিক –
উঃ- কর্মরত আরব পুলিশকে
৩৯. হাঙ্গরটি টোপ গেলার পর যারা কাছি ধরে টেনেছিল , তারা সংখ্যায় ছিল –
উঃ- ৪০/৫০ জন
৪০ জলে ভাসমান মাছগুলিকে প্রাবন্ধিক সম্বোধন করেছেন-
উঃ- গাঙধাড়া
তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
৪১. বঁড়শি ছাড়িয়ে যে পালিয়েছিল সে ছিল –
উঃ- বাঘা
৪২. হাঙ্গরের ল্যাজের ঝাপটায় ভেঙ্গে যেতে পারে-
উঃ- ঘোরার ঠ্যাং
৪৩. থ্যাবড়াকে মারতে দেখে আহা কি নিষ্ঠুর বলেছিল-
উঃ- মহিলা যাত্রীরা
৪৪. লবন সমুদ্র জন্মা বিশেষণটি স্বামীজি ব্যবহার করেছেন যে প্রাণীটির উদ্দেশ্যে সেটি হল-
উঃ- হাঙ্গর
৪৫. সুয়েজ খালে হাঙ্গর শিকার প্রবন্ধটি কে রচনা করেছেন –
উঃ- স্বামী বিবেকানন্দ
৪৬. রেড সী কাকে বলে –
উঃ- লোহিত সাগর
৪৭. স্বামী বিবেকানন্দ কিসে চড়ে ইউরোপ যাত্রা করেছিলেন-
উঃ- জাহাজে
৪৮. জাহাজ মাল নামানোর জন্য কোথায় দাঁড়িয়েছিল-
উঃ- সুয়েজ খালে
৪৯. মিশরে কোন রোগের মহামারী দেখা দিয়েছিল –
উঃ- প্লেগ
৫০. পাইলট ফিস কাদের বলা হয় –
উঃ- আড়কাঢি মাছ
৫১. চোষক কি খেয়ে বেচে থাকে-
উঃ- হাঙ্গরের গায়ের পোকা
৫২. লোহিত সাগর কোন সাগরের সাথে যুক্ত হয়েছে-
উঃ- ভুমধ্যসাগরের
৫৩. সুয়েজ খালের স্থপতি কে –
উঃ- ফর্ডিনেন্ট লেসেন্স
৫৪. লেসেন্স কোন দেশের মানুষ ছিলেন –
উঃ- ফ্রান্স
৫৫. প্রাচীনকাল থেকে কোন দেশ বানিজ্যে সর্ব প্রধান ভুমিকা পালন করেছে-
উঃ- ভারতবর্ষ
৫৬. কোন পথে ভারতবর্ষ বাণিজ্য চালনা করত –
উঃ- জলপথে ও স্থলপথে
৫৭. জলপথে কোন সমুদ্রের মাধ্যমে বানিজ্য চলাচল হত –
উঃ- লোহিত সাগর
৫৮. এখন সকলের ওপর বড় জাত কে ?
উঃ- ইংরেজ
৫৯. সুয়েজ খালের তত্বাবধান করে কোন দেশ-
উঃ- ফ্রান্স
৬০. সুয়েজ খাল কোম্পানির অধিকাংশ শেয়ার কার হাতে –
উঃ- ইউরোপের
ডাকাতের মা অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
৬১. বর্তমানে কারা ভারতবর্ষের উন্নতিকল্পে বিশেষ ভূমিকা পালন করেছে-
উঃ- শ্রম জীবী
৬২. আমেরিকা কে আবিস্কার করেন-
উঃ- কলম্বাস
৬৩. আমেরিকার আদিম অধিবাসীদের কি নামে ডাকা হয় –
ঊঃ- ইন্ডিয়ান
৬৪. ইরানিরা সিন্ধুকে কি নামে অভিহিত করে –
উঃ- হিন্দু
৬৫. গ্রিকরা সিন্ধুকে কি নামে অভিহিত করে –
উঃ- ইণ্ডাস
৬৬. যে দুটি হাঙ্গরকে নিয়ে প্রবন্ধে আলচনা হয়েছে তার নাম স্বামীজি কি কি রেখেছিলেন –
উঃ- বাঘা ও থ্যাবড়া
৬৭. কোন মাছ দেখে ইলিশ মাছের কথা মনে হয়েছিল –
উঃ- বনিটো
৬৮. বনিটো মাছের শুঁটকি কোথা থেকে আমদানি করা হয় –
উঃ- মালদ্বীপ
৬৯. জাহাজের যাত্রীরা কোথা থেকে হাঙ্গর শিকার দেখছিল –
৭০. হাঙ্গরকে জাহাজে তোলার পর কি দিয়ে মারা হয়েছিল –
উঃ- কড়ি কাঠ দিয়ে
৭১. গতস্য শোচনা নাস্তি কথাটির অর্থ কি –
উঃ- যা গত তার জন্য অনুশোচনা নেই
৭২. ভগীরথ কে –
উঃ- রাজা দিলীপের পুত্র
৭৩. হাঙ্গরের গায়ের পোকা মাকড় খেয়ে কারা বেচে থাকে –
উঃ- চোষক
৭৪. হাঙ্গর শিকারে সবচেয়ে উৎসাহী কে ছিলেন বলে স্বামীজির মনে হয়েছিল –
উঃ- ফৌজি যাত্রী
৭৫. কোথা থেকে জাহাজ খুজে একটি ভীষণ বঁড়শির যোগাড় করলে – কারন
উঃ সে হাঙ্গর শিকার করতে উৎসাহী