গ্যালিলিও প্রবন্ধ থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর- উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান

গ্যালিলিও প্রবন্ধ থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর- উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান

গ্যালিলিও প্রবন্ধ থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্নোত্তর- উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান

১. গ্যালিলিও জন্মগ্রহন করেছিলেন –

উঃ- পিসাতে

২. গ্যালিলিওর পারিবারিক নাম ছিল –

উঃ- গ্যালিলাই

৩. গ্যালিলিও নিজে ছিলেন –

উঃ- সংগীত ও চিত্রকলার অনুরাগী.

৪. প্রথম জীবনে তিনি পড়েছিলেন-

উঃ- ডাক্তারি

৫. গ্যালিলিও মনে প্রাণে ____ তত্ব বিশ্বাস করতেন –

উঃ- কোপার্নিকাসের

৬. গ্যালিলিও বরাবর থাকতে ভালোবাসতেন-

উঃ – ফ্লোরেন্সে

৭. প্রথম জীবনে গ্যলিলিও শিক্ষকতা করেছেন –

উঃ- গণিতের

৮. প্রথম শিক্ষকতার জীবনে গ্যালিলিওর আয় ছিল –

উঃ- ৬০ SCUDI

৯. ফ্লোরেন্সে গ্যালিলিওর প্রিয় ছাত্র ছিল –

উঃ- কসমো

১০. গ্যালিলিও যে যন্ত্রটি আবিস্কার করেছিল সেটি হল –

উঃ- দূরবীন

১১. গ্যালিলিও জন্মগ্রহন করেন –

উঃ- ১৫৬৪ সালে

১২. গ্যালিলিওকে তার পিতা মঠে প্রেরন করেছিলেন –

উঃ- সাহিত্য , ন্যায় , ও ধর্মশাস্ত্র অধ্যয়ন  করতে

১৩. পিসা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষালাভ করতে যান –

উঃ- ডাক্তারি

১৪. গ্যালিলিওর পিতা মারা গিয়েছিলেন-

উ;- ১৫৯১ সালে

১৫. গ্যালিলিও ল্যাটিন ভাষা ছেঁড়ে যে ভাষায় লিখতে শুরু করেন সেটি হল –

উঃ- ইতালিয়ান

কর্তার ভূত অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

১৬. গ্যালিলিওর ইহলোক ত্যাগ করেন –

উঃ- ৭৭ বছর বয়সে

১৭. গ্যালিলিও কারারুদ্ধ হয়েছিলেন –

 উঃ ১২ ই এপ্রিল

১৮. তাসকানির ডিউক মারা যান –

উঃ- ১৬০৯ সালে

১৯. গ্যালিলিওর প্রিয় শহর ছিল –

উঃ- ফ্লোরেন্স

২০. গ্যালিলিও বিজ্ঞান সাধনার সুফল লাভ করেছিল –

উঃ- ফ্রান্স , ইংল্যান্ড ও যারা গ্যালিলিওর মতকে গ্রহন করেছিল

২১. কোপার্নিকাসের বই ও তৎ সম্পর্কিত আরও দুইটি বই এর প্রচার করা নিসিদ্ধ করা হল –

উঃ – ১৬১৬ সালের মার্চ মাসে

২২. প্রথমে গ্যালিলিও কে নজর বন্দী করে রাখা হল –

উঃ- সিয়েনাতে

২৩. বেলারিমিন ছিলেন গ্যালিলিওর –

উঃ- হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ

২৪. কার্ডিনাল বেলারিমিন গ্যালিলিওকে ডেকে আনলেন –

উঃ- নিজের প্রাসাদে

২৫. ফ্লোরেন্সের সভা পণ্ডিতের কাছে গ্যালিলিও পড়তে শুরু করলেন –

উঃ- গনিত ও পদার্থবিদ্যা

২৬. গ্যালিলিও কত সালে জন্মগ্রহন করেন –

উঃ- ১৫৬৪ সালে

২৭. গ্যালিলিও কত সালে ডাক্তারি পড়তে গিয়েছিলেন-

উঃ- ১৫৮১ সালে

২৮. ডাক্তারি পড়াকালীন গ্যালিলিও কোন বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন-

উঃ- গণিত

২৯. গ্যালিলিওর ভাই মাইক্যাল এঞ্জেলোর কয়টি সন্তান ছিল –

উঃ- সাতটি ছেলেমেয়ে

৩০. গ্যালিলিওর বৃহস্পতির কটি উপগ্রহের কথা প্রচার করেন-

উঃ- চারটি

তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা

৩১. কোন সংগঠনের মানুষ গ্যালিলিওর বিজ্ঞান সাধনায় প্রতিবন্ধক হয়ে ওঠে-

উঃ- ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা

৩২. কত সালে গ্যালিলিওর দুটি বই নিষিদ্ধ ঘোষিত হয় –

উঃ- ১৬১৬ সালে

৩৩. গ্যালিলিওকে কত তারিখে কারারুদ্ধ করা হয়-

উঃ- ১২ ই এপ্রিল

৩৪. গ্যালিলিওকে সিয়েনাতে কার নজর বন্দী রাখা হয়েছিল-

উঃ- আর্চ বিশপের

৩৫. গ্যালিলিও কত সালে দেহত্যাগ করেন-

উঃ- ১৬৪২ সালে

৩৬. গ্যালিলিও অবসর ও সাহায্য পেলে কি করতেন –

উঃ- বিজ্ঞান বিষয়ক পরীক্ষা ও আবিস্কার

৩৭. গ্যালিলিও তার ছাত্রের মা কে খুশি করতে মাঝে মাঝে কি করতেন –

উ;- রাশিচক্রের গণনা

৩৮. গ্যালিলিও কোথায় থাকতে বেশি ভালোবাসতেন-

উঃ- ফ্লোরেন্সে

৩৯. গ্যালিলিওর চরিত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল-

উঃ- যুক্তি তর্কের বিচারে যেকোন তথ্যকে গ্রহন করা

৪০. গ্যালিলিওকে তার পিতা মঠ থেকে কি কারন দেখিয়ে ছাড়িয়ে এনেছিলেন-

উঃ- তার দৃষ্টিশক্তি কম

ডাকাতের মা অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা

৪১. গ্যালিলিও প্রথম অধ্যাপনা করেছিলেন কোন বিশ্ববিদ্যালয়ে-

উঃ- পিসা

৪২. ফ্লোরেন্স শহরে গ্যালিলিওর প্রিয় ছাত্রের নাম কি ছিল –

উঃ- কসমো

৪৩. গ্যালিলিও ডাক্তারি পড়াকালীন কোন বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন –

উঃ- গণিত

৪৪. গ্যালিলিওকে মিথ্যা স্বীকারোক্তি করানো হয় কত সালে-

উঃ- ১৬১৬ সালে

৪৫. গ্যালিলিও কয় বছর ধরে সাহিত্য , ন্যায় ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন-

উঃ- দুইবছর

৪৬. গ্যালিলিও নিজে খুবই কি ভালোবাসতেন-

উঃ- সংগীত ও চিত্রকলা

৪৭. গ্যালিলিও কত বছরে ডাক্তারি পড়তে পিসা বিশ্ববিদ্যালয়য় ঢুকলেন-

উঃ- সতেরো

৪৮. গ্যালিলিওর ঝোঁক অল্প বয়স থেকেই কিসে ছিল –

উঃ- হাতে কলমে করে দেখতে

৪৯. বাবার অর্থ সামর্থ্য না থাকায় গ্যালিলিও কোথায় চলে এলেন-

উঃ- ফ্লোরেন্সে

৫০. পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতা করে গ্যালিলিওর কত আয় হত –

উঃ- ৬০ SCUBI

সুয়েজ খালেঃ হাঙ্গর শিকার প্রবন্ধ থেকে সকল বহুবিকল্পীয় প্রশ্নোত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা

৫১. গ্যালিলিও মাতৃভূমি তাসকানা ছেঁড়ে কোন বিশ্ববিদ্যালয়ে এলেন-

উঃ- পাড়ুয়া

৫২. আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে কটি চন্দ্রমা –

উঃ- একটি

৫৩. TUSCANY এর বৃদ্ধ ডিউক মারা গেলেন কত সালে –

উঃ- ১৬০৯ সালে

৫৪. TUSCANY এর নতুন GRAND DUKE গ্যালিলিওকে কত সালে আশ্রয় দিলেন –

উঃ- ১৬১০ সালে

৫৫. কার মতবাদ গ্যালিলিওর কাছে অভ্রান্ত মনে হল –

উঃ- কোপার্নিকাসের

৫৬. কোপার্নিকাসের বই ও তৎসম্পর্কিত আরও দুইটি বইয়ের প্রচার কত সালে নিষিদ্ধ হল –

উঃ- ১৬১৬ সালে

৫৭. গ্যালিলিওর রোমে ডাক পড়ল কত সালে-

উঃ- ১৬১৬ সালে

৫৮. কার্ডিনাল বেলারিমিন গ্যালিলিওকে কোথায় ডেকে আনলেন –

উঃ- নিজের প্রাসাদে

৫৯. গ্যালিলিও ১৬১৬ সালে কত তারিখে কারারুদ্ধ হলেন –

উঃ- ১২ ই এপ্রিল

৬০. প্রথম গ্যালিলিওকে কোথায় নজরবন্দী করে রাখা হয় –

উঃ- সিয়েনাতে

৬১. গ্যালিলিও কোথায় অন্তরীন রইলেন –

উঃ- নিজের গৃহে

৬২. গ্যালিলিওর জীবনে শেষ নয় বৎসর কেমন কাটল-

উঃ- দুঃখ ও কষ্টে

৬৩. গ্যালিলিও ১৬৪২ সালে কত তারিখে দেহ ত্যাগ করেন –

উঃ- ৮ ই জানুয়ারি

৬৪. গ্যালিলিওর আজন্ম সাধনা সুফল প্রসব করল কোথায় –

উঃ- ফ্রান্সে , ইংল্যান্ডে ও অন্যান্য দেশে

৬৫. গ্যালিলিওর মৃত্যুর কত বৎসর বাদেও নানা লকের ভক্তির অর্ঘ্য সত্যের জয় ঘোষণা করছে –

উঃ- চারশত বৎসর

৬৬. গ্যালিলিওকে শেষ অবধি মঠ ছাড়তে হল কারন-

উঃ- তার পিতার আপত্তি ও তার দৃষ্টিশক্তির ক্ষীণতা

৬৭. গ্যালিলিওর ওপর ভার পড়ল দূরবীন যোগান দেওয়ার কারন-

উঃ- সেসময়ে নৌবাহিনীর শক্তিশালী দূরবীনেরে প্রয়োজন ছিল

৬৮. গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন –

উঃ- কার্ডিনাল বেলারিমিন

Scroll to Top