1.ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জতীয় স্তরে প্রথম বিদ্রোহ কোনটি ?
উত্তর :সিপাহী বিদ্রোহ ।
2.সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় ?
উত্তর :1857 সালে ।
3.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
উত্তর :মঙ্গল পান্ডে ।
4.সিপাহী বিদ্রোহে নানা সাহেব ও তাঁতিয়া টোপি কোথা কার নেতা ছিলেন ?
উত্তর :কানপুরের ।
5.বিহারে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?
উত্তর :কুনওয়ার সিং ।
6.অযোধ্যায় সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?
উত্তর :হজরত মহল ।
7.লক্ষ্মীবাঈ কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ?
উত্তর :ঝাঁসিতে ।
8.1857_র বিদ্রোহকে কে “ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম “বলে মনে করেন ?
উত্তর :বিনায়ক দামোদর সাভারকার ।
9.”The sepoy mutiny and the revolt of 1857 “গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : ড: রমেশচন্দ্র মজুমদার ।
10.”Eighteen fifty seven” গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : ড : সুরেন্দ্রনাথ সেন ।
আরও পড়ুনঃ – ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
11.”1857সালে তথাকথিত প্রথম জতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয় ,জতীয় নয় ,এবং স্বাধীনতা সংগ্রামও নয় “এটি কার উক্তি ?
উত্তর : ড : রমেশচন্দ্র মজুমদার ।
12.”1857_র বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রর মৃত্যুকালীন আর্তনাদ ” একথা কে বলেছেন ? উত্তর :রমেশচন্দ্র মজুমদার । 13.কবে ভারতে কোম্পনীর শাসনের অবসান ঘটিয়ে মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন ? উত্তর :1858 সালে । 14.1857র বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী ‘বলে অভিহিত করেছেন ?
উত্তর : রাজনারায়ণ বসু ।
15.ব্রিটিশ আমলে সর্ব প্রথম কোথায় রাজনৈতিক সংগঠন গুলির প্রতিষ্ঠা শুরু হয় ?
উত্তর :বাংলায় ।
16.সর্ব প্রথম কোন সংগঠন ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনে ?
উত্তর : ভারতসভা ।
17.ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?
উত্তর : বঙ্গভাষা প্রকাশিকা সভা ।
18.ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন কোনটি ?
উত্তর : জমিদার সভা ।
19.জমিদার সভার সভাপতি কে ছিলেন ?
উত্তর : রাধাকান্ত দেব ।
20 .”হিন্দু মেলার উপহার “কবিতাটি কে রচনা করেন ?
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর ।
আরও পড়ুনঃ – ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
21.’ মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি ‘ গানটি কে রচনা করেন ?
উত্তর : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।
22.হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কি ?
উত্তর : ন্যাশনাল পেপার ।
23.ভারত সভার প্রাণ পুরুষ কে ছিলেন?
উত্তর :সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ।
24.কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন ?
উত্তর :লর্ড রিপন ।
25.স্বদেশী আন্দোলনের সময় কোন সংগঠন জতীয় ভান্ডার গড়ে তোলেন ?
উত্তর :ভারত সভা ।
26.আনন্দ মঠ উপন্যাস টি কে রচনা করেন ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
27.বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : স্বামী বিবেকানন্দ ।
28.গোরা উপন্যাস টি কে রচনা করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।
29.বন্দেমাতরম সংগীত টি কে রচনা করেন ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
30.অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র কোনটি ?
উত্তর :ভারতমাতা ।
আরও পড়ুনঃ – সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
31.কোন সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জাতীয় স্তরে আন্দোলন শুরু হয় ?
উত্তর : ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ।
32.সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ?
উত্তর : মঙ্গল পান্ডে ।
33.মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন ?
উত্তর : 1857 সালে 29 মার্চ ।
34.মিরাটে কবে বিদ্রোহ শুরু হয় ?
উত্তর :1857 সালে 10 মে ।
35.দিল্লি তে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয় ?
উত্তর :1857সালে 11 মে ।
36.1857 সালে বিদ্রোহীরা কাকে “ভারতের সম্রাট “বলে ঘোষণা করেন ?
উত্তর :মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ।
37.নানা সাহেবের আসল নাম কি ?
উত্তর :গোবিন্দ ধন্দ পন্থ ।
আরও পড়ুনঃ – কর্তার ভূত অধ্যায় থেকে সকল গুরুত্বপুর্ণ বহুবিকল্পীয় প্রশ্ন । উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা
38.তাঁতিয়া টোপির আসল নাম কি ?
উত্তর :রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপী ।
39.ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :লর্ড ক্যানিং ।
40.মহারানীর ঘোষণা পত্র কবে প্রকাশিত হয় ?
উত্তর :1858সালে 1 নভেম্বর ।
41.কোন সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে ?
উত্তর :উনিশ শতকে ।
42 .ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?
উত্তর :বঙ্গভাষা প্রকাশিকা সভা ।
43.বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন ?
উত্তর : গৌরি শঙ্কর ভট্টাচার্য ।
44.হিন্দু মেলার অপর নাম কি ?
উত্তর : চৈত্র মেলা ।
45.ইলবাট বিল কে রচনা করেন ?
উত্তর :লর্ড রিপনের আইন সচিব ইলবাট।
আরও পড়ুনঃ – প্রতিরোধ ও বিদ্রোহ :বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । তৃতীয় অধ্যায় । গুরত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
46.ভারত মাতা চিত্র টি কে অঙ্কন করেন ?
উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর ।
47.আনন্দ মঠ উপন্যাসের ইংরাজি অনুবাদ কি নামে প্রকাশিত হয় ?
উত্তর :The abbey of bliss .
48.কোন গ্রন্থটি স্বদেশপ্রেমের গীতা নামে পরিচিত ?
উত্তর :আনন্দ মঠ ।
49.বন্দেমাতরম সংগীত টি কে রচনা করেন ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
50.আনন্দ মঠ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তর :সত্যনন্দ ।
51.স্বাধীন ভারতের সরকার কোন গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয় ?
উত্তর :বন্দেমাতরম গানটিকে ।
52.রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্রের নাম কি ?
উত্তর :উদ্বোধন ।
53.ভারত মাতা চিত্র টি কে অঙ্কন করেছেন ?
উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর ।
54.গোরা উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুজন চরিত্রের নাম লেখ ?
উত্তর :মহিম ও কৃষ্ণদয়াল ।
55.মহারানী ভিক্টোরিয়া কবে কোন আইন দ্বারা ভারতের শাসন ভার নিজ হাতে গ্রহণ করেন ?
উত্তর :1858 সালে ভারত শাসন আইন দ্বারা ।
56.1857 সালে বিদ্রোহের ব্রিটিশদের সহায়তা করেছিল কয়েকটি ভারতীয় জাতির নাম লেখ ?
উত্তর :শিখ,গার্খা,রাজপুত ,মারাঠা প্রভৃতি ।
57.কোন সময়কে সভাসমিতির যুগ বলে অভিহিত করা হয়েছে ?
উত্তর :ঊনবিংশ শতককে ।
58.বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :1836 সালে ।
আরও পড়ুনঃ – তেলানাপোতা আবিস্কার অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ন বহুবিকল্পীয় প্রশ্ন – উচ্চ-মাধ্যমিক বাংলা সহায়িকা
59.জমিদার সভার সাথে যুক্ত এমন কয়েকজনের নাম উল্লেখ কর ?
উত্তর :দ্বারকানাথ ঠাকুর ,রাধাকান্ত দেব ,প্রসন্নকুমার ঠাকুর ,রাজকমল সেন প্রমুখ ।
60.কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : 1867 সালে ।
61.হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর :নবগোপাল মিত্র ।
62.কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : 1875 সালে ।
63.সুরেন্দ্রনাথের প্রচারের ফলে কোন কোন অঞ্চলে ভারত সভার শাখা স্থাপিত হয় ?
উত্তর : মিরাট ,লাহোর ,সিন্ধু প্রভূতি অঞ্চলে ।
64.রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেম মূলক কয়েকটি গ্রন্থের নাম লেখ ?
উত্তর : গোরা ,ঘরে_বাইরে ,চার অধ্যায় ।
65.অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চার হাতে কি কি রয়েছে ?
উত্তর : বেদ ,ধানের শিষ ,জ্পের মালা ও শ্বেতবস্ত্র ।