উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947__1964) । মাধ্যমিক ইতিহাস । অষ্টম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947__1964) । মাধ্যমিক ইতিহাস । অষ্টম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

উত্তর ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947__1964) । মাধ্যমিক ইতিহাস । অষ্টম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

1.কবে কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংঘটিত হয় ?

উত্তর : 1946 সালে 16 আগস্ট ।

2.স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর : লর্ড মাউন্টব্যাটেন ।

3.স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর : চক্রবর্তী রাজাগোপলাচারী ।

4.স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে দেশীয় রাজ্যের সংখ্যা কত ?

উত্তর : 565 টি  ।

5.ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ?

উত্তর : হায়দ্রাবাদ ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

6.গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয় কোন রাজ্য ?

উত্তর : জুনাগড় ।

7.সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয় ?

উত্তর : 1975 সালে ।

8.কাশ্মীরের মহারাজা কে ছিলেন ?

উত্তর : হরিসিং ।

9.আজাদ কাশ্মীর কাদের দখলে রয়েছে ?

উত্তর : পাকিস্থানের ।

10.হায়দ্রাবাদের নিজামকে কে চরমপত্র পাঠায় ?

উত্তর : ভারত ।

আরও পড়ুনঃ – ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

11.হায়দ্রাবাদ কবে ভারতের অন্তর্ভূক্ত হয় ?

উত্তর : 1950 সালের 26 জানুয়ারী ।

12.তেলেঙ্গানা বিদ্রোহ কোথায় হয় ?

উত্তর : হায়দ্রাবাদে ।

13.ভারতের স্বাধীনতা লাভের সময় চন্দননগর কাদের উপনিবেশ ছিল ?

উত্তর : ফরাসিদের ।

14.গোয়া কবে ভারতের সাথে যুক্ত হয় ?

উত্তর : 1961 সালে ।

15.দেশ ভাগের পর কোন অঞ্চল পূর্ব পাকিস্থান নামে পরিচিত ছিল ?

উত্তর : পূর্ববঙ্গ ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

16.নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর : 1950 সালে ।

17.পশ্চিমবঙ্গের প্রথম উদবস্তু কমিশনার কে ছিলেন ?

উত্তর : হিরন্ময় বন্দোপাধ্যায় ।

18.ভারত ও পাকিস্থানের মধ্যে পাসপোর্ট প্রথা কবে চালু হয় ?

উত্তর : 1952 সালে ।

19.ভারত সরকার পাকিস্থান থেকে আগত কিছু উদবস্তু কে কোথায় স্থায়ী ভাবে রাখে ?

উত্তর : পি এল ক্যাম্পে ।

20.”নীলকণ্ঠ পাখির খোঁজে “গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : অতীন বন্দোপাধ্যায় ।

আরও পড়ুনঃ- ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

21.”কেয়াপাতার নৌকা ” গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : প্রফুল্ল রায় ।

22.”নতুন ইহুদী ” গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : সলিল সেন ।

23.সম্প্রতি দেশভাগের প্রেক্ষাপটে হাসান আজিজুল হকের লেখা গ্রন্থটির নাম কি ?

উত্তর : আগুন পাখি ।

24.”অন্তর্জলি যাত্রা ” গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : কমলকুমার মজুমদার ।

25.নীলিমা ইব্রাহীমের লেখা গ্রন্থটির নাম কি ?

উত্তর : আমি বীরাঙ্গনা বলছি ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

26.”দয়াময়ির কথা ” গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : সুনন্দা সিকদার ।

27.’বসত ‘ গ্রন্থটি কার লেখা ?

উত্তর : শওকত আলি ।

28.”গোদান ” গ্রন্থটি কার লেখা ?

উত্তর : মুন্সি প্রেমচাদ ।

29.’টোবা টেক সিং ‘ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : সাদাত হাসান মান্টো ।

30.’ট্রেন টু পাকিস্তান ‘ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : খুশবন্ত সিং ।

আরও পড়ুনঃ- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা – মাধ্যমিক ইতিহাস। দ্বিতীয় অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

31.ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন কবে গঠিত হয় ?

উত্তর : 1948 সালে ।

32.’রাজ্য পুনর্গঠন কমিশন ‘ কবে গঠিত হয় ?

উত্তর : 1953 সালে ।

33.রাজ্য পুনর্গঠন কমিশন কবে তার প্রতিবেদন জমা দেয় ?

উত্তর : 1955 সালে ।

34.কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় ?

উত্তর : রাজ্য পুনর্গঠন কমিশন ।

35.সুনীতিকুমার চট্রােপাধ্যায় কোন কমিশনের সদস্য ছিলেন ?

উত্তর : সরকারি ভাষা কমিশন ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

36.সরকারি ভাষা আইন কবে পাশ হয় ? উত্তর : 1963 সালে ।

37.1964 সালে মহারাষ্ট্রের সরকারি ভাষা কি ছিল ?

উত্তর : মারাঠি ।

38.1964 সালে আন্ধ্রপ্রদেশের  সরকারি ভাষা কি ছিল ?

উত্তর : তেলেগু ।

39.সিকিম রাজ্যের প্রধান সরকারি ভাষা কি ?

উত্তর : নেপালি ।

40.উর্দু কোন রাজ্যের সরকারি ভাষা ?

উত্তর : জম্মূ ও কশ্মীর এর ।

আরও পড়ুনঃ – প্রতিরোধ ও বিদ্রোহ :বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । তৃতীয় অধ্যায় । গুরত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

41.স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তর : ড: রাজেন্দ্রপ্রসাদ ।

42.স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন ?

উত্তর : জওহরলাল নেহেরু ।

43.শেখ আবদুল্লাহ কোন দলের প্রধান নেতা ছিলেন ?

উত্তর : ন্যাশনাল কনফারেন্স ।

44.গোয়া কার উপনিবেশ ছিল ?

উত্তর : পর্তুগালের ।

45.মেহের চাঁদ মহাজন কে ছিলেন ?

উত্তর : কাশ্মীরের প্রধানমন্ত্রী ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

46.হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিজান কি নামে পরিচিত ?

উত্তর : অপারেশন পোলো ।

47.কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

উত্তর : শেখ আবদুল্লাহ ।

48.কাশ্মীরে ভারত ও পাকিস্থানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম কি ?

উত্তর : লাইন অব কন্ট্রোল (LOC)বা নিয়ন্ত্রণ রেখা ।

49.কবে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় ?

উত্তর : 1724 সালে ।

50.কে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন ?

উত্তর : মীর করমউদ্দিন চিন কিলিচ খাঁ ।

আরও পড়ুনঃ সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস ।চতুর্থ অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

51.কে কবে মহাত্মা গান্ধি কে হত্যা করেন ?

উত্তর : নাথুরাম গডসে 1948 সালে 30 শে জানুয়ারি ।

52 .স্বাধীনতার স্বাদ গ্রন্থটি কার লেখা ?

উত্তর : মানিক বন্দোপাধ্যায় ।

53.সূর্য দীঘল বাড়ী _  গ্রন্থটি কার লেখা ?

উত্তর : আবু ইসহাক এর লেখা ।

54.দ্যা শ্যাডো লাইনস গ্রন্থটি কার লেখা ?

উত্তর : অমিতাভ ঘোষ ।

55 .পদচিহ্ন গ্রন্থটি কার লেখা ?

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

উত্তর : সত্যেন সেনের লেখা ।

56.পেশোয়ার এক্সপ্রেস গ্রন্থটি কার লেখা ?

উত্তর : কৃষণ চন্দন এর লেখা ।

57.মিডনাইট চিলড্রেন গ্রন্থটি কার লেখা ?

উত্তর : সলমন রুশদি র লেখা ।

58.পাকিস্তান আর পার্টিশন অব ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : ড : ভীমরাও আম্বেদকর ।

59.রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ?

উত্তর : বিচারপতি ফজল আলি ।

60.সংযুক্ত মহারাষ্ট্র সমিতি কোন ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে ?

উত্তর : মারাঠি ভাষা ।

আরও পড়ুনঃ বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

61.মহাগুজরাট জনতা কোন ভাষা নিয়ে

নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে ?

উত্তর : গুজরাটি ভাষা ।

62.সংবিধানে কবে কোন ভাষা কে সরকারি ভাষা হিসেবে স্বীকৃত দেওয়া হয় ?

উত্তর : 1950 সালে হিন্দি ভাষাকে ।

63.বর্তমানে ভারতীয় সংবিধান কতৃক স্বীকৃত সরকারি ভাষার সংখ্যা কত ?

উত্তর : 22 টি ।

64.  1964 সালের ত্রিপুরার সরকারি ভাষা কি ছিল ?

উত্তর : বাংলা ।

65 .ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে ?

উত্তর : 1947 সালের 15 আগস্ট ।

Madhyamik history suggestion all important question answer DOWNLOAD

66.ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন ?

উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল ।

67.কে হায়দ্রাবাদ অভিজানে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন ?

উত্তর : জেনারেল জে এন চৌধুরী ।

68.হরিসিং কে ছিলেন ?

উত্তর : কাশ্মীরের মহারাজা ।

69.কবে কার দায়িত্বে দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয় ?

উত্তর : 1947 সালে জুলাই মাসে সর্দার বল্লভভাই প্যাটেল ।

70.সরকারি ভাষা কমিশনের দুজন সদস্যের নাম লেখ ?

উত্তর : সুনীতিকুমার চট্রোপাধ্যায় ও পি সূব্বারোয়ান ।

আরও পড়ুনঃ- বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । ষষ্ঠ অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

71.আসামের সরকারি ভাষা কি ?

উত্তর : অসমীয়া ।

72. পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি ?

উত্তর :বাংলা ।

73.রাজ্য পুনর্গঠন আইন দ্বারা কবে কয়টি ভাষাভিত্তিক প্রদেশ গঠিত হয় ?

উত্তর : 1956 সালে 1 নভেম্বর 14 টি ভাষাভিত্তিক রাজ্য ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় ।

74. কার সুপারিশের ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় ?

উত্তর : রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে ।

75.পত্তি শ্রীরামুলু কোন রাজ্য গঠনের দাবিতে অনশন আন্দোলন করেন ?

উত্তর : মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে অনশন আন্দোলন করেন।

আরও পড়ুনঃ – বিশ শতকের ভারতের নারী ,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । মাধ্যমিক ইতিহাস । সপ্তম অধ্যায় । গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্নাবলী

advirtise with us
advirtise with us
Scroll to Top